Bangladesh miss Sakib Al Hasan in Zimbabwe tour.
The Bangladesh Cricket Board (BCB) 's cricket operations committee chairman Enayet Hossain Siraj acknowledge that in this case. He said, 'Sakib is tired and he appeal for the rest. We consider it to have sent Fijian . Can be found to talk about. 'The months long tour of the IPL at the end of May 30 was landing in the Premier League on May 31. He lost to his team as captain Abahanike vursus Victoria. At the end of the match official's said, 'I never Championship domestic cricket. So I am anxious for the champion. I do not see the tired. The national team's tour of Zimbabwe, claimed that he had exhausted itself.
এই নিউজটি বাংলায় পড়ার জন্য নিচে ক্লিক করেন
অথচ ২ মাস আইপিএলের ক্লান্তিকর সফর শেষে ৩০শে মে দেশে ফিরেই ৩১শে মে প্রিমিয়ার লীগে মাঠে নামেন সাকিব। ভিক্টোরিয়ার অধিনায়ক হিসেবে মাঠে নেমেই আবাহনীকে হারায় তার দল। ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি ঘরোয়া ক্রিকেটে কোনদিন চ্যাম্পিয়ন হইনি। তাই আমি উদগ্রীব চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তাই ক্লান্তিকে বড় করে দেখছি না। অথচ জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ে সফরে আগেই নিজেকে ক্লান্ত দাবি করেন তিনি। তবে এই বিষয়ে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে একটি সূত্রে জানা যায়, তিনি গতকাল বিকালে বিসিবি’র চিকিৎসক ডাক্তার মনিরুল আমিনের সঙ্গে এ্যাপোলো হসপিটালে অবস্থান করছিলেন। তবে এই বিষয়ে বিসিবি’র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘ওর পায়ে এমআরআই করা হয়েছে। সেই রিপোর্ট পাওয়া যাবে শনিবার। এছাড়াও ওর প্রচণ্ড কাশির সমস্যাও রয়েছে। বলতে পারেন বুকে প্রচণ্ড কফ জমে গেছে। সেই চিকিৎসার জন্যও তিনি চেকআপ করাচ্ছেন। ’
অন্যদিকে এ্যাপোলো হসপিটাল থেকে বের হয়ে ডাক্তার মনিরুল আমিন বলেন, ‘সাকিবের বাঁ হাঁটুতে কিছুটা ব্যথা অনুভব করায় আমরা ওর হাঁটুতে এমআরআই করিয়েছি। আর ওর পুরনো ঠাণ্ডা কাশির সমস্যা ছিল, তাও পুনরায় পরীক্ষা করিয়েছি। আশা করি, শনিবারেই ওর রিপোর্ট হাতে পাবো। তখন বলতে পারবো প্রকৃত অবস্থা কি?’ শুক্রবার সাকিবের দল ভিক্টোরিয়া প্রিমিয়ার লীগের অলিখিত ফাইনাল হয়ে ওঠা শেষ ম্যাচে ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হবে ফতুল্লায়। আর সেই ম্যাচে মাঠে নামার বিষয়ে সাকিবের কোন শঙ্কা আছে কিনা তা জানতে চাইলে আমিন বলেন, ‘না, সেই ম্যাচে ও মাঠে নামতে পারবে। কোন সমস্যা হবে না।’
The Bangladesh Cricket Board (BCB) 's cricket operations committee chairman Enayet Hossain Siraj acknowledge that in this case. He said, 'Sakib is tired and he appeal for the rest. We consider it to have sent Fijian . Can be found to talk about. 'The months long tour of the IPL at the end of May 30 was landing in the Premier League on May 31. He lost to his team as captain Abahanike vursus Victoria. At the end of the match official's said, 'I never Championship domestic cricket. So I am anxious for the champion. I do not see the tired. The national team's tour of Zimbabwe, claimed that he had exhausted itself.
এই নিউজটি বাংলায় পড়ার জন্য নিচে ক্লিক করেন
সাকিব জিম্বাবুয় সফরে যাচ্ছে না
দীর্ঘ আইপিএল সফর ও ঢাকায় প্রিমিয়ার লীগ খেলার কারণে সাকিব ক্লান্ত্ম। তাই জিম্বাবুয় সফরে যেতে চাচ্ছে না সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ এই ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘ও আমাদের কাছে আবেদন করেছে বিশ্রামের জন্য। আমরা তা বিবেচনা করতে ট্রেনার গ্রান্ট লুডেন ও ফিজিও বিভাব সিংয়ের কাছে পাঠিয়েছি। এরপরই এ বিষয়ে কথা বলা যাবে।’
অথচ ২ মাস আইপিএলের ক্লান্তিকর সফর শেষে ৩০শে মে দেশে ফিরেই ৩১শে মে প্রিমিয়ার লীগে মাঠে নামেন সাকিব। ভিক্টোরিয়ার অধিনায়ক হিসেবে মাঠে নেমেই আবাহনীকে হারায় তার দল। ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি ঘরোয়া ক্রিকেটে কোনদিন চ্যাম্পিয়ন হইনি। তাই আমি উদগ্রীব চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তাই ক্লান্তিকে বড় করে দেখছি না। অথচ জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ে সফরে আগেই নিজেকে ক্লান্ত দাবি করেন তিনি। তবে এই বিষয়ে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে একটি সূত্রে জানা যায়, তিনি গতকাল বিকালে বিসিবি’র চিকিৎসক ডাক্তার মনিরুল আমিনের সঙ্গে এ্যাপোলো হসপিটালে অবস্থান করছিলেন। তবে এই বিষয়ে বিসিবি’র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘ওর পায়ে এমআরআই করা হয়েছে। সেই রিপোর্ট পাওয়া যাবে শনিবার। এছাড়াও ওর প্রচণ্ড কাশির সমস্যাও রয়েছে। বলতে পারেন বুকে প্রচণ্ড কফ জমে গেছে। সেই চিকিৎসার জন্যও তিনি চেকআপ করাচ্ছেন। ’
অন্যদিকে এ্যাপোলো হসপিটাল থেকে বের হয়ে ডাক্তার মনিরুল আমিন বলেন, ‘সাকিবের বাঁ হাঁটুতে কিছুটা ব্যথা অনুভব করায় আমরা ওর হাঁটুতে এমআরআই করিয়েছি। আর ওর পুরনো ঠাণ্ডা কাশির সমস্যা ছিল, তাও পুনরায় পরীক্ষা করিয়েছি। আশা করি, শনিবারেই ওর রিপোর্ট হাতে পাবো। তখন বলতে পারবো প্রকৃত অবস্থা কি?’ শুক্রবার সাকিবের দল ভিক্টোরিয়া প্রিমিয়ার লীগের অলিখিত ফাইনাল হয়ে ওঠা শেষ ম্যাচে ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হবে ফতুল্লায়। আর সেই ম্যাচে মাঠে নামার বিষয়ে সাকিবের কোন শঙ্কা আছে কিনা তা জানতে চাইলে আমিন বলেন, ‘না, সেই ম্যাচে ও মাঠে নামতে পারবে। কোন সমস্যা হবে না।’